insta logo
Loading ...
×

কুড়মি অস্মিতাকে অস্ত্র করে অজিত প্রসাদ মাহাতোকে বিঁধলেন জয়রাম

কুড়মি অস্মিতাকে অস্ত্র করে অজিত প্রসাদ মাহাতোকে বিঁধলেন জয়রাম

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

একদিকে রাজনীতির ময়দান। বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা, অন্যদিকে কুড়মি জাতিসত্তার আন্দোলনের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার বার্তা। এই দুই দিক বজায় রেখে সুপারহিট জঙ্গলমহলে টাইগার জয়রাম মাহাতোর প্রথম রাজনৈতিক জনসভা। জয়পুরের ফরেস্ট মোড় গোবিন্দ স্টেডিয়াম থেকে নাম করেই আদিবাসী কুড়মি সমাজের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতোকে বিঁধলেন ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক টাইগার জয়রাম মাহাতো। বললেন, “আপনি অভিভাবক। আপনি বলছেন আমি নাকি পুলিশকে সাপোর্ট করছি। আরে দাদা, আমিও তো প্রশ্ন করতে পারি দাদা, সব আন্দোলন করলেন, এবারই কেন পুলিশের হাতে আটক হলেন? কিন্তু আপনি অভিভাবক আমি প্রশ্ন করব না। কিন্তু কোন ঝাড়খন্ডের নেতার কথায় আপনি যদি আমার বিরুদ্ধে বলেন, সেটা ভুল। আমিও তো শুনেছি আপনি ন’টা চাকরি পেয়েছেন, টাকা নিয়ে সেই চাকরি থেকে ৭টা দিয়েছেন অ মাহাতোদের আর বাকি দুটো মাহাতো ছেলেকে। আমি তো সেই প্রশ্ন করছি না। সমাজের কাজ করছেন, ভালো করে করুন। কী দরকার কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধার? আপনাকে আমি সম্মান করি। কিন্তু আপনি যদি এমন কথা বলেন, আমিও চুপ থাকব না। “

আজসু পার্টি আর অজিত বাবুর ঘনিষ্ঠতার দিকেই যে টাইগারের ইঙ্গিত তা বুঝতে পেরেছেন কানায় কানায় ভর্তি থাকা স্টেডিয়াম। আজসু প্রমুখ সুদেশ মাহাতোকেও বিঁধেছেন টাইগার। বলেন, “এতদিন ধরে মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে সমাজকে দেখতে পারলেন না। এখন আপনার মুখ থেকে প্রথমবার বার হচ্ছে কুড়মি সমাজের কথা?”

রাজনৈতিক মঞ্চে কুড়মি অস্মিতাকেই গুরুত্ব দিচ্ছেন টাইগার। স্পষ্ট বার্তা, “আগে সমাজ, তারপর পার্টি।” নিজে যে বিধায়ক হওয়ার পর কুড়মালি ভাষায় শপথ নিয়েছেন মঞ্চ থেকে তাকে নজির বলে উল্লেখ করেন জয়রাম।

Post Comment