নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
বাড়ির কাছে রাস্তা আটকে এক যুবককে ইট ও পাথর দিয়ে হামলা চালানোর অভিযোগে প্রতিবেশী তিন সহোদর ভাইকে গ্রেফতার করল পুরুলিয়ার কোটশিলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম লব মাহাতো, কুশ মাহাতো ও নারায়ন মাহাতো। তাদের বাড়ি কোটশিলা থানার টিমাংদা গ্রামে।
গত বৃহস্পতিবার রাতে গৌতম মাহাতোকে বাড়ির সামনে আটকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা।পড়ে তাকে উদ্ধার করে প্রথমে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে জখম যুবকের চিকিৎসা চলছে। গৌতমের বাবা ঘল্টু মাহাতো প্রতিবেশী তিন হামলাকারীর বিরুদ্ধে শুক্রবার কোটশিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করে।শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।








Post Comment