অমরেশ দত্ত, মানবাজার:
শীতের দুপুর রোদ গায়ে মেখে ক্রিকেট দেখার মজা মিলছে মানবাজারে। বুধবার থেকে মধুপুর মাতৃসেবক সংঘের পরিচালনায় মানবাজার মানভূম কলেজ স্টেডিয়ামে শুরু হল নকআউট ডিউস ক্রিকেট টুর্নামেন্ট। এদিন ফিতে কেটে খেলার শুভ সূচনা করেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র। এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় চমৎকার ক্লাব ও আরসিএম ক্লাব। আরসিএম ক্লাবকে হারিয়ে জয়ী হয় চমৎকার ক্লাব। প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিত বেশরা সহ বিশিষ্ট জনেরা। মধুপুর মাতৃসেবক সংঘের সম্পাদক ত্রিদিব কুমার সেন ও সভাপতি চন্দ্রশেখর ঘোষের উপস্থিতি ও ক্লাবের অন্যান্য সদস্যদের সহায়তায় প্রতিযোগিতা সুষ্ঠভাবে শুরু হয়।
Post Comment