insta logo
Loading ...
×

মানবাজারে রৌপ্যকাপে চ্যাম্পিয়ন কিশোর সংঘ

মানবাজারে রৌপ্যকাপে চ্যাম্পিয়ন কিশোর সংঘ

অমরেশ দত্ত, মানবাজার:


রৌপ্য কাপে চ্যাম্পিয়ন হলো কিশোর সংঘ। গত রবিবার মানবাজার হাই স্কুল মাঠে আমরা কজন কমিটির পরিচালনায় রৌপ্য কাপ ডিউস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। ওই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় কিশোর সংঘ ও আজাদ হিন্দ ক্লাব। ২ উইকেটে জয়ী হয় কিশোর সংঘ।

প্রথমে ব্যাট করে ১৭১ রান করে আজাদ হিন্দ ক্লাব। এরপর ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিশোর সংঘ। ফাইনাল খেলা দেখতে ভিড় ছিল চোখে পড়ার মত। ম্যান অফ দ্যা ম্যাচ হন রাজু কুন্ডু। ম্যান অফ দ্যা সিরিজের পুরস্কার পান শুভাশিস দাস। এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে ছিলেন মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র, মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র প্রমুখ।

Post Comment