নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
বছর ১৬-র এক কিশোরীকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ। অভিযোগের তীরে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সোমবার পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃতার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগের ২৭ মার্চ বাড়ি থেকে পুকুরে যাওয়ার নাম করে বেরিয়েছিল ওই কিশোরী। কিন্তু তারপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করার পর ওই কিশোরীকে খুঁজে পাননি। এরপর তারা জানতে পারেন প্রতিবেশী এক যুবক ওই কিশোরীকে অসৎ উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। প্রতিবেশী ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।তবে পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত ওই কিশোরীর বা যুবকের কোনো সন্ধান মেলেনি।
Post Comment