নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
নিখোঁজের ২০ দিন পর পুঞ্চায় উদ্ধার হল একাদশ শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনায় অপহরণের মামলায় এক যুবককে গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সফিক আলি। তার বাড়ি কাশিপুর থানার পাবড়া গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাও হয়। সেই সঙ্গে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পুঞ্চা থানা এলাকার একাদশ শ্রেণীর ওই পড়ুয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। ফলে ওইদিন রাতেই পুঞ্চা থানায় অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন নিখোঁজ মেয়ের মা। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা রুজু হয়। তারপরেই তদন্তে নামে ওই থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে খবরের ভিত্তিতে কাশিপুর থানার পাবড়া এলাকা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে। সেই সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
Post Comment