insta logo
Loading ...
×

ক্যারাটে হোক বাধ্যতামূলক, বলছে ক্যাম্প

ক্যারাটে হোক বাধ্যতামূলক, বলছে ক্যাম্প

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

বান্দোয়ান থেকে বরাবাজার, বলরামপুর থেকে বাঘমুণ্ডি, জেলা সদর পুরুলিয়া সহ প্রায় ৬০০ শিক্ষার্থী হাজির। পুরুলিয়া জেলার
বরাবাজার গঙ্গানারায়ন মেমোরিয়াল মাঠে রবিবারের ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের স্পেশাল ট্রেনিং ক্যাম্প উপলক্ষে অভিভাবকদের উৎসাহ ছিল প্রবল। পুরুলিয়া জেলা ক্যারাটে ডু অ্যাসোশিয়ানের সাধারণ সম্পাদক ধনঞ্জয় পরামানিক জানান- ২০০২ সাল থেকে ক্যারাটে প্রোগ্রাম শুরু করা হয়েছিল। এখন বিভিন্ন ব্লকের ২০০০ এরও বেশি ছাত্র-ছাত্রী ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। ক্যারাটে প্রশিক্ষণ নেওয়াটা সকলেরই প্রয়োজন। শুধু আর.জি করের ঘটনা নয়, বর্তমানে চারিদিকে শোনা যায় মহিলাদের নির্যাতনের খবর। যাতে মেয়েরা নিজেকে নিজেই রক্ষা করতে পারে তার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ধনঞ্জয় পরামানিক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বরাবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জি, বরাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও বরাবাজার বালিকা বিদ্যালয়ের সভাপতি চন্দন সিংহ মল্ল ও আস্তিক দিগার, সাংবাদিক সঞ্জয় চৌধুরী ও অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, জেলা সাধারণ সম্পাদক ধনঞ্জয় পরামানিক সহ অভিভাবকরা।

Post Comment