insta logo
Loading ...

হাসপাতালে জঙ্গল, মরছে পোষ্য

হাসপাতালে জঙ্গল, মরছে পোষ্য

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

বিনা চিকিৎসায় মরে যাচ্ছে পোষ্য। হাসপাতাল থাকলেও হয় না চিকিৎসা। দীর্ঘ পাঁচ বছর ধরে অব্যবস্থার চরমে চলে গেছে বলরামপুর প্রাণী স্বাস্থ্যকেন্দ্র।

হাসপাতালের এলাকা খুব একটা কম নয়। প্রায় চার থেকে পাঁচ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রাণী স্বাস্থ্যকেন্দ্র ঘিরে এখন গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল। আছেন চিকিৎসক। কিন্তু পরিষেবা নিয়ে বিস্তর ক্ষোভ জনমানসে। স্থানীয় মানুষের অভিযোগ, চিকিৎসা মেলে না এখানে। বিনা চিকিৎসায় মারা যায় পশু।
বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার বলেন, একজন চিকিৎসক দু জায়গায় কর্মরত। ফলে সময়ের একটা টানাপোড়েন চলে। পশু মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। আমি বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।

Post Comment