insta logo
Loading ...
×

আফিম চাষ রুখতে যৌথ অভিযান

আফিম চাষ রুখতে যৌথ অভিযান

নিজস্ব প্রতিনিধি, ঝালদা ও বলরামপুর :


পুলিশ, বনদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে নষ্ট করা হল আফিম চাষের জমি। গোপন সূত্রে পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশের কাছে খবর আসে ওই থানা এলাকার ঘাটবেড়া অঞ্চলের কলাবেড়া গ্রামে বেআইনি আফিম চাষ হচ্ছে। সেই খবর পেয়ে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কলাবেড়া গ্রামে গিয়ে বলরামপুর পুলিশ, আবগারি, বনবিভাগ, ভূমি ও ভূমি সংস্কার বিভাগ এবং প্রশাসন যৌথ অভিযান চালায়। এই অভিযানে ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হয় কলাবেড়া গ্রামে চাষ হওয়া আফিমের জমি। সেখান থেকে একজনকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত-র বাড়ি ঝাড়খণ্ডের চৌকা থানা এলাকায়।‌ তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপশি এদিন ঝালদা থানার খামার এলাকার পাহাড়তলিতে অভিযান চালায় ঝালদা থানার পুলিশ ও বন দফতর। নষ্ট করে দেওয়া হয় দেড় একর জমিতে থাকা বেআইনি আফিম।‌

Post Comment