নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
বিজেপির ঘর ভেঙে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নিতে তৎপর তৃণমূল। শনিবার বরাবাজারের সিন্দরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাটতলা ময়দানে আয়োজিত হয় যোগদান সভা। এই সভায় কুদলুং সংসদের আঠারোটি পরিবার এবং বানজোড়া অঞ্চলের তিনটি পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো প্রমুখ।










Post Comment