insta logo
Loading ...
×

শক্তি বৃদ্ধি ঘাসফুলের, যোগদান তৃণমূলে

শক্তি বৃদ্ধি ঘাসফুলের, যোগদান তৃণমূলে

অমরেশ দত্ত, পুরুলিয়া: উৎসব পার হতেই রাজনৈতিক দলবদল পুরুলিয়ায়। বুধবার পুরুলিয়া শহরের রাঁচি রোডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আড়শা ব্লকের সিরকাবাদ অঞ্চলের সেনাবনা সংসদ থেকে বিজেপি, কংগ্রেস, বাম থেকে ১৫০ টি পরিবার ও বিলচারি সংসদ থেকে ১৫টি পরিবার বিজেপি, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত। ওই দলবদল কর্মসূচিতে ছিলেন
পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা আইএনটিটিইউসির সভাপতির উজ্জ্বল কুমার, আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যাধর মাহাতো, আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, সিরকাবাদ অঞ্চল সভাপতি নবকিশোর মাহাত সহ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন যোগদান সম্পর্কে আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাতো জানান, প্রাক্তণ প্রধান অঙ্কুর মাহাতোর নেতৃত্বে এই ১৬৫টি
বিরোধী পরিবারের যোগদানের ফলে এলাকায় তৃণমূলের শক্তি বাড়লো।

Post Comment