নিজস্ব প্রতিনিধি, জয়পুর : লক্ষ্যমাত্রা ১ কোটি। দিয়েছেন স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যমাত্রা পার করে যাবে বিজেপি। বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি৷ তাদের পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দলের নেতা কর্মীদের কাছে একেবারে কর্পোরেট স্টাইলে টার্গেট ঝুলিয়েছেন ১ কোটি৷ পুরুলিয়া জেলার জয়পুরে সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে জেলা বিজেপির সহ সভার রবীন সিংদেও বললেন, মানুষের যা আগ্রহ দেখছি, তাতে এক কোটির টার্গেট পার হয়ে যাবে৷
সদস্য সংগ্রহ অভিযান হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। ৮৮০০০০২০২৪ এই নম্বরে মিসড কল দিলেই হয়ে যাবে প্রাথমিক কাজ। তারপর নমো অ্যাপ এবং কিউ আর কোড দিয়ে বাকি পদ্ধতি সম্পূর্ণ করতে হবে৷
প্রশ্ন ছিল, প্রত্যন্ত পুরুলিয়ার বহু মানুষের কাছে এখনও অ্যানড্রয়েড বা সমজাতীয় ফোন নেই। তাহলে তারা কি সদস্য হতে পারবেন? রবীন বাবু বলেন, যে কোন ফোন থাকলেই কাজ হয়ে যাবে৷ বাকি নিয়ম আমরা বিজেপি কর্মীরা পূরণ করে দেব। ১০ ও ১১ নভেম্বর চলছে বিজেপির সদস্যতা অভিযান।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment