বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:
সুপ্রিম কোর্টের রায়ে গিয়েছে চাকরি। এবার এক বুক আশা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পুরুলিয়ার চাকরিহারা শিক্ষকরা তাঁর সঙ্গে দেখা করতে কলকাতা রওনা দিলেন।
সোমবার মুখ্যমন্ত্রী সকাশে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক। রবিবার রাতে বাস ভাড়া করে পুরুলিয়ার একদল চাকরিহারা শিক্ষক কলকাতার পথে রওনা দিলেন। ভাড়া চল্লিশ হাজার। নিজেরা চাঁদা তুলে ভাড়ার টাকা তুলেছেন। পাশাপাশি অনেকে যাচ্ছেন ট্রেনে। আলাদাভাবে বাসে করেও কলকাতা যাচ্ছেন অনেকে। পুরুলিয়া থেকে ২০০-র বেশি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা নেতাজি ইনডোরের পথে রওনা দেন।
বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী দিশা দেবেন সেই দিকে তাকিয়ে রয়েছেন এই চাকরিহারারা।
পাড়ার ভাগাবাঁধ হাইস্কুলের ইতিহাসের শিক্ষক তথা পুরুলিয়া শহরের সাউথ লেক রোডের বাসিন্দা, রমেশচন্দ্র মাহাতো বলেন, ” মুখ্যমন্ত্রী কী দিশা দেখাবেন সে দিকেই আমরা তাকিয়ে আছি। “
রবিবার রাত ১০ টার দিকে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে বাসটি ছাড়ে। বাসে যাচ্ছেন ৮৫ জন। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা যাতে সুষ্ঠুভাবে কলকাতার পথে রওনা দিতে পারেন সন্ধ্যা থেকেই তার তদারকিতে ছিলেন শিক্ষক তথা তৃণমূলের যুবনেতা বিকাশ মাহাতো। তিনি বলেন , “এই শিক্ষক-শিক্ষিকারা ভীষণই আশাবাদী। আমরা নিশ্চিত এই অসময়ে মুখ্যমন্ত্রী কিছু দিশা দেবেন। আমরাও সেই অপেক্ষাতে রয়েছি।”
Post Comment