insta logo
Loading ...
×

জিলপা সিং লায়ার পূর্ণমূর্তি স্থাপন আড়শায়

জিলপা সিং লায়ার পূর্ণমূর্তি স্থাপন আড়শায়

দেবীলাল মাহাত, আড়শা:

ভূমিজ বিদ্রোহের মহানায়ক গঙ্গা নারায়ণ সিং-র প্রধান সেনাপতি শহীদ জিলপা সিং লায়ার পূর্ণমূর্তি স্থাপন হলো আড়শা ব্লকের জীবনডি মোড়ে। রবিবার মানকিয়ারি গ্রাম ভূমিজ সমাজ ও আড়শা ব্লক কমিটি পরিচালনায় এদিন ওই মূর্তি স্থাপন করা হয়। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে ভূমিজ জাতির অবদান চিরস্মরণীয়। পরাধীন ভারতে ইংরেজরা জোরপূর্বক ভারতীয় কৃষকদের দিয়ে নীল চাষ করতে বাধ্য করলে এবং জলের উপর অধিকার প্রতিষ্ঠা করতে শুরু করলে ভূমিজ বিদ্রোহ শুরু হয়। সেই বিদ্রোহের নেতা ছিলেন জিলপা সিং লায়া । আদিবাসী স্বত্তা বাঁচানো সহ সরকারের কাছে সাংবিধানিক হক আদায়ের বিষয়ে আলোচনা হয় এদিন সামাজিক সভায় । সেই সঙ্গে আয়োজিত হয় সারহুল উৎসব।

Post Comment