নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : হারিয়ে যাওয়া ঝাড়খণ্ডের কিশোর উদ্ধার হয়েছিলো বাঁকুড়ায়। আর সেই কিশোরকে ঘরে ফেরালো পুরুলিয়া জেলা পুলিশ। সম্প্রতি পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় বাঁকুড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওই কিশোরকে তার পরিবারের হাতে তুলে দেয়।
গত ২৬ শে জুলাই বাঁকুড়ার ইন্দপুর থানার বেলিয়াসোল গ্রামে উদাসীন ভাবে ঘোরাঘুরি করছিল ১৬ বছরের ওই কিশোর। তার ওই আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে উদ্ধার করে ইন্দপুর থানায় নিয়ে আসে পুলিশ। জেনারেল ডায়েরি করে তার চিকিৎসার ব্যবস্থা করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকুড়ার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিকে। তারপরেই ওই কিশোরকে পাঠিয়ে দেওয়া হয় একটি হোমে। তার নাম ও পরিবারের ঠিকানা না পাওয়ায় ওই ওয়েলফেয়ার কমিটি ধারাবাহিকভাবে তাকে কাউন্সেলিং করতে থাকে। সেই কাউন্সেলিং-এ ওই কিশোর বলে তার নাম অজয় বাউরি। কিন্তু কোনোভাবেই তার পরিবারের কোন খোঁজ মিলছিল না। এরপর কাউন্সেলিংএ জানা যায় তার আসল নাম রঞ্জিত মুর্মু। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। ওয়েলফেয়ার কমিটি সম্পূর্ণ বিষয়টি ইন্দপুর থানাতে জানালেও তারা এই সমস্যার সমাধান করতে পারেনি। পড়শি জেলা পুরুলিয়ায় ওই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি জয়ন্তকুমার চক্রবর্তীকে বললে তিনি একদিনের মধ্যে কিশোরের বাড়ির ঠিকানা খুঁজে দেন। শুধু তাই নয়, তিনি নিজে তার বাড়িতে যোগাযোগ করে তার পরিবারকে পুরুলিয়া আনার ব্যবস্থাও করেন। এই সম্পূর্ণ বিষয়টি জানানো হয় ইন্দপুর পুলিশ স্টেশন ও বাঁকুড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে। এরপরেই পুরুলিয়া জেলা পুলিশের হাত ধরে বাঁকুড়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে ওই কিশোরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Post Comment