insta logo
Loading ...
×

ঝালদা ডোমপাড়া ছট ঘাট সংস্কারে আশ্বাস সাংসদ জ্যোতির্ময়ের, কথা প্রাক্তন পুরপ্রধান প্রদীপের সঙ্গে

ঝালদা ডোমপাড়া ছট ঘাট সংস্কারে আশ্বাস সাংসদ জ্যোতির্ময়ের, কথা প্রাক্তন পুরপ্রধান প্রদীপের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ছটে জনসংযোগ বিজেপি সাংসদের। সোমবার ছটের সকালে পুরুলিয়া শহরের প্রস্তাবিত জাতীয় সরোবর সাহেব বাঁধের ছট ঘাটে হাজির ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। তারপর তিনি যান কাঁসাই নদীর ঘাটেও। ওই বিকালেই সকলকে চমকে দিয়ে ডোমপাড়া ছট ঘাটে হাজির হন সাংসদ জ্যোতির্ময়। তাঁর হঠাৎ উপস্থিতিতে ভক্ত ও স্থানীয়দের মধ্যে তৈরি হয় উত্তেজনা ও আনন্দের পরিবেশ। ঘাটে পৌঁছে সাংসদ প্রথমেই সূর্যদেবের আরাধনা করে জেলার মানুষের শান্তি, সুখ ও সমৃদ্ধির কামনা করেন। এরপর তিনি ঘাটের সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন। স্থানীয়দের সঙ্গে কথা
বলে তাদের সমস্যার কথা শোনেন। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর ঝালদা শহর সহ আশেপাশের বহু গ্রাম থেকে হাজার হাজার ভক্ত এই ঘাটে ছট ব্রত পালন করতে আসেন। কিন্তু পর্যাপ্ত জায়গার অভাব, পরিকাঠামোগত ঘাটতি ও আলোর অপ্রতুলতার কারণে ভক্তদের নানা অসুবিধার মুখে পড়তে হয়। এ প্রসঙ্গে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন,.“ছট পুজো শুধু এক ধর্মীয় আচার নয়, এটি সম্প্রীতি, শুদ্ধতা ও সামাজিক ঐক্যের উৎসব। এখানে কারও যেন কোনও অসুবিধা না হয়, সেটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও আশ্বাস দেন, স্থানীয়দের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এদিন সাংসদকে ঝালদা পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ কর্মকারের সঙ্গেও কথা বলতে দেখা যায়। ঘাটের অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলে জানা গিয়েছে। সাংসদের আকস্মিক এই সফরে স্থানীয়দের মধ্যে দেখা যায় নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার।

Post Comment