insta logo
Loading ...
×

ঝালদা: কয়লা ব্যবসায়ী অপহরণকাণ্ডে আরও এক গ্রেফতার

ঝালদা: কয়লা ব্যবসায়ী অপহরণকাণ্ডে আরও এক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি , ঝালদা:

ঝালদার কয়লা ব্যবসায়ী লোকেশ গরাঁই অপহরণ মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কুন্দন সাহু। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঝালদার ব্রজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

প্রাথমিক জেরায় কুন্দন তার জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তবে তদন্তকারীরা মনে করছেন, এখনও কিছু তথ্য গোপন করছে সে। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ১৯ মে ভোরে এক সঙ্গীর সঙ্গে হাঁটতে বেরিয়ে অপহৃত হন ব্রজপুরের কয়লা ব্যবসায়ী লোকেশ গরাঁই। দুষ্কৃতীরা তাকে গাড়িতে তুলে ঝাড়খণ্ডের জঙ্গলঘেরা পথে নিয়ে যায়। দু’দিন পর ধানবাদের টুন্ডি এলাকার একটি পেট্রল পাম্পের কাছে থেকে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল লোকেশকে উদ্ধার করে।

প্রাথমিকভাবে অনেকে ধারণা করেছিলেন, এটি ব্যবসায়িক বিবাদের ফল। কিন্তু পুলিশের দাবি, মুক্তিপণের টাকাই ছিল আসল উদ্দেশ্য।

তদন্তে জানা গেছে, কুন্দন সাহুর বাড়ি লোকেশদেরই পাড়ায়। ঝাড়খণ্ডের দিকে কয়লার ব্যবসার পাশাপাশি ব্রজপুরে একটি মিষ্টির দোকানও চালান তিনি। অতীতেও তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল বলে জানা গেছে। এমনকি কিছুদিন জেল হাজতেও ছিলেন বলে দাবি পুলিশের।

তবে তার গ্রেফতারি নিয়ে মুখ খুলতে চাননি পরিবারের সদস্যরা। চুপ রয়েছেন লোকেশ গরাঁইয়ের পরিবারও।

Post Comment