নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
আর যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। আর তেমন হলে দণ্ড। এবার স্বচ্ছতার লক্ষ্য নিয়ে তেমন উদ্যোগ নিলো জয়পুর ব্লক। পঞ্চায়েতের পক্ষ থেকে ই কার্ট নিয়ে সকাল সকাল আসবেন পরিবেশবন্ধুরা। পচনশীল আর অপচনশীল ময়লা আলাদা আলাদা করে দিতে হবে সেই গাড়িতে। ময়লা ফেলার জন্য খাতার ব্যবস্থাও করে দেবে পঞ্চায়েত৷ জয়পুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শমীক দাস বলেন, একসঙ্গে এই প্রকল্প চালু হচ্ছে এলাকার ৭টি গ্রাম পঞ্চায়েতেই। এই লক্ষ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপিত হয়ে গেছে।
Post Comment