নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
মঙ্গলবার থেকেই নামবে পারদ— এমনই ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলতেই শুরু হয়েছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী চার দিনে রাতের তাপমাত্রা কমবে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও তা নেমে যেতে পারে স্বাভাবিকের নীচে।
পূর্বাভাস বলছে, শুক্র ও শনিবারের মধ্যে পুরুলিয়ার রাতের তাপমাত্রা পৌঁছে যেতে পারে এক অঙ্কে। ইতিমধ্যেই জেলাজুড়ে হালকা শীতের অনুভব বাড়ছে। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন নেমেছে ১০.৯ ডিগ্রিতে। দিনভর আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রার তারতম্যের জেরে ভোরের দিকে বাড়ছে কুয়াশার দাপট।
আলিপুর জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী দু’-তিন দিন গোটা রাজ্যই কুয়াশাচ্ছন্ন থাকবে। পুরুলিয়ার ক্ষেত্রেও একই ছবি। জেলার সব প্রান্তে কুয়াশা না হলেও অনেক জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নিচে। রাস্তা চলাচলে তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।





Post Comment