নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ছাগল ফার্ম থেকে লোহার পাইপ চুরি৷ সোমবার পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ দায়ের করলেন মালথোড় গ্রামের বাসিন্দা কলাবতী মাহাত। তিনি জানিয়েছেন, তাঁরা কয়েকজন প্রতিবেশী মিলে মামুরজোড় গ্রামে মাটির সৃষ্টি প্রকল্পে একটি ছাগল ফার্মে রক্ষণাবেক্ষণের কাজ করেন। সোমবার খামারে গিয়ে দেখা যায়, সেখান থেকে একাধিক লোহার পাইপ কেটে চুরি করে পালিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা । পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।










Post Comment