insta logo
Loading ...
×

‘আইপিএস অফিসার অভিষেক’! তরুণীর কাছ থেকে হাতিয়ে নিলো ৫ হাজার

‘আইপিএস অফিসার অভিষেক’! তরুণীর কাছ থেকে হাতিয়ে নিলো ৫ হাজার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নাম অভিষেক। তিনি আইপিএস অফিসার। ঠিক এই পরিচয় দিয়েই সামাজিক মাধ্যমে তরুণীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছিল। আইপিএস অফিসারের এমন বন্ধুত্বের হাতছানিতে মন গলে গিয়েছিল ২১-র তরুণীর। হয়েছিল প্রচুর কথোপকথন। যেমনটা হয়ে থাকে নতুন বন্ধুত্বের সঙ্গে পরিচয়ে। সেই আইপিএস অফিসারই ফোন- পে তে ওই তরুণীর কাছ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিলেন বলে অভিযোগ। আর তারপর থেকেই যোগাযোগ বন্ধ। তখন সম্বিৎ ফেরে ওই তরুণীর। বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার।

গত শুক্রবার এই মর্মে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগে ওই তরুণী লেখেন, সামাজিক মাধ্যমে অভিষেক নামে আইপিএস পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে। কালীপুজোর আগে ওই আইপিএস অফিসার তরুণীকে বলে তার বিশেষ প্রয়োজনে ৫ হাজার টাকা প্রয়োজন। নতুন বন্ধুর এমন ‘আবদার’ ফেরাতে পারেননি ওই তরুণী। তারপর আবার বন্ধু আইপিএস অফিসার বলে কথা! ফোন পে-তে ওই টাকা পাঠিয়ে দেন তিনি। কিন্তু ওই আইপিএস অফিসার বন্ধুর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তরুণী। ফলে তরুণীর বুঝতে অসুবিধা হয়নি যে তিনি প্রতারণার শিকার।

Post Comment