নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতার নাম জয়শ্রী রাজোয়াড় (২৩)। তার বাপের বাড়ি পাড়া থানার তেঁতুলহিটি গ্রামে। ওই বধূর বিয়ে হয়েছিল বান্দোয়ান থানার রলাডি গ্রামে। অভিযোগ, বিয়ের পর ওই গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২৯ ডিসেম্বর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। এরপর শ্বশুর বাড়ির লোকজন তাকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে দুদিন চিকিৎসা চলার পর বাপের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সম্প্রতি ফের ওই বধূ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তার। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর দেহটি ময়নাতদন্ত করানো হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে ।
Post Comment