নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
প্রেমিক প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার ঘটনার আরও দুজনকে গ্রেফতার করল পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ। এর আগে মঙ্গলবার বাঁকুড়া জেলার হিড়বাঁধ থানার সিমলা গ্রাম থেকে দেবনাথ চট্টোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ । বিচারকের নির্দেশে ওই যুবককে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মেলে আরও দুজনের সন্ধান। ধৃতদের নাম রাজেশ বাউরি ও বাদল ডোম। তাদের বাড়ি যথাক্রমে বাঁকুড়া জেলার ইন্দপুর থানার গোত্তরীরা সেচ পাড়া এবং বাঁকুড়ার মুহুলাডাঙা এলাকায়।
গত ১৯ জানুয়ারি এক তরুণী পুঞ্চা থানায় অভিযোগ দায়ের করে জানান তার আপত্তিকর ছবি কেউ বা কারা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। পুলিশ মামলা রুজু করে। বৃহস্পতিবার রাতে রাজেশ ও বাদলকে বাঁকুড়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ৪ দিনের পুলিশ হেফাজত হয়।









Post Comment