insta logo
Loading ...
×

আড়শায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন

আড়শায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হল আড়শায়। সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায়, আড়শা ২নং চক্রের ব্যবস্থাপনায় বুধবার অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। এদিনের অনুষ্ঠানে ছবি আঁকা ,কবিতা, আবৃত্তি , নৃত্য পরিবেশন করেন সকলের নজর কাড়ে বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত ১৯৯২ সাল থেকে প্রতিবছর ৩রা ডিসেম্বর দিনটি পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে। শারীরিক ভাবে অসুস্থ মানুষদের জন্য এই দিনটি উৎসর্গ করা হয়। এদিন অভিভাবক ও ছাত্রছাত্রীদের কাছে অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া মানসিক প্রতিবন্ধীদের প্রসঙ্গ তুলে দিনটির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া,আড়শা ২নং চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষক মনোহর মাহাত সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

Post Comment