নিজস্ব প্রতিনিধি, কেন্দা
দু’দিনের আন্তর্বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজে। বুধবার এই খেলার শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ দেবোপম রাহা। এই ভলিবল প্রতিযোগিতায় কলেজের ১২টি বিভাগ অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় শারীরশিক্ষা ও সংস্কৃত বিভাগের মধ্যে।
চ্যাম্পিয়ন হয় শারীরশিক্ষা বিভাগ। কলেজের অধ্যক্ষ দেবোপম রাহা বলেন, কলেজের বিভিন্ন বিভাগের বাছাই করা ছাত্রদের নিয়ে কলেজের ভলিবল গঠন করা হবে। যারা বিশ্ববিদ্যালয় স্তরে বিভিন্ন কলেজের সঙ্গে প্রতিযোগিতা করবে। প্রসঙ্গত চলতি বছর বিশ্ববিদ্যালয়ে ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজ।
Post Comment