বিশ্বজিৎ সিং সর্দার, অযোধ্যা পাহাড় :
তিনি ধরতি আবা বিরসা মুন্ডার উত্তরসূরি জঙ্গল সিং মুন্ডা। সম্পর্কে প্রপৌত্র (নাতির ছেলে)। ধরতি আবা বিরসা মুন্ডার ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মুন্ডা বিদ্রোহের অমর নায়কের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করলেন তিনিই। পশ্চিমবঙ্গ আদিবাসী ভুমিজ মুন্ডা কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ফুটবল ময়দানের সামনে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় উলগুলান।
ওই উলগুলান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবান বিরসা মুন্ডার নাতি শুকরাম মুন্ডা, শুকরাম মুন্ডার ছেলে জঙ্গল মুন্ডা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষীনারায়ণ সিং সর্দার, কার্যকরী রাজ্য সভাপতি অজিত সিং সর্দার, রাজ্য কোষাধ্যক্ষ ঠাকুরদাস সিং সর্দার, অখিল সিং সর্দার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন বেলা ১২ টার সময় মুর্তি উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। চলে রাত্রি পর্যন্ত৷ আলোচনা সভা, বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় অযোধ্যা হিল টপ ময়দানে। অনুষ্ঠান ঘিরে এলাকায় উন্মাদনা ছিল তুঙ্গে।
জঙ্গল সিং মুন্ডা বলেন, “আজ এই বিশেষ দিনে সামিল হতে পেরে আমি খুবই আনন্দিত। সমস্ত আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার দেখানো পথ অবলম্বন করা উচিত। তিনি যেভাবে উলগুলানের ডাক দিয়েছিলেন, আদিবাসীরা বঞ্চিত হলে পুনরায় উলগুলানের ডাক দেওয়া দরকার। আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি এবং ইতিহাস কোনদিনও ভোলা উচিত নয়।”
পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার বলেন “সুন্দরী অযোধ্যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো হিল টপ। অযোধ্যার সৌন্দর্য এতদিন অসম্পূর্ণ ছিল। এই মূর্তি স্থাপনের মধ্য দিয়ে তা সম্পূর্ণ হলো। অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের অনুপ্রেরণার রূপ হলেন বিরসা মুন্ডা। আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান বিরসা মুন্ডার মূর্তি স্থাপন হল। তার মূর্তি থেকে অনুপ্রেরণা নিয়ে আদিবাসীরা তাদের সংগ্রাম চালিয়ে যাক। আজ বিরসা মুন্ডার উত্তরসূরির হাত দিয়ে মূর্তি উন্মোচন করাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমরা আপামর আদিবাসীদের বলতে চাই যারা বিগত দিনে আমাদের জন্য লড়াই করেছেন। তাদের উত্তরসূরিরা আমাদের সঙ্গে রয়েছেন।”
আজব কমিটির সদস্য তথা অযোধ্যা আদিবাসী উন্নয়ন সংঘের সভাপতি অখিল সিং সর্দার বলেন “আজকের এই অনুষ্ঠানের অন্যতম অংশ ছিল টার্গেট অন এডুকেশন। বর্তমান প্রজন্মের যারা আর্থিকভাবে এবং বিভিন্ন কারণে শিক্ষলাভের দিক থেকে পিছিয়ে পড়ে তাদের অনুপ্রেরণা জোগানোর জন্য একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সমাজে যারা বিশেষ ভাবে সাফল্য অর্জন করেছেন, তাদের রৌপ পদক এবং একটি শংসাপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগামী দিনে পিছিয়ে পড়া আদিবাসী ভূমিজ ছাত্র-ছাত্রীদের জন্য আরও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।”
Post Comment