নিজস্ব প্রতিনিধি, মানবাজার: পানীয় জলের কল থেকে বেরোচ্ছে পোকা! আর এই নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানবাজারের মানুষজন। প্রশাসনের কাছে দাবি জানিয়েও মেলেনি কোন সুরাহা। প্রায় ১ মাস ধরে এই অবস্থা চলছে। তাই রবিবার পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত মানবাজার-দোলাডাঙা রাস্তায় নামোপাড়ায় একাধিক টাইম কলের পয়েন্টে পথ অবরোধ করেন ওই এলাকার বাসিন্দারা। ফলে আটকে পড়ে যানবাহন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। তারাই অবরোধকারীদের সমস্যা সমাধানে আশ্বাস দিলে ওই প্রতিবাদ কর্মসূচি তুলে নেওয়া হয়।
Post Comment