নিজস্ব প্রতিনিধি, আড়শা:
প্লাস্টিক বর্জন ও পরিবেশ সচেতনতার বার্তা দিলেন বনদপ্তরের কর্মীরা । রবিবার আড়শা রেঞ্জের অন্তর্গত সিরকাবাদ -অযোধ্যা পাহাড় রাস্তার উপর এস টার্নিং বা বাঁকে বন দফতরের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের নিয়ে অনুষ্ঠিত হয় পরিচ্ছন্নতা অভিযান । এদিন রাস্তার দুপাশে জমে থাকা প্লাস্টিক বর্জ্য তুলে ফেলা হয়।
বনকর্মীরা জানান, পাহাড়ি পথ হওয়ায় এবং এখানকার সৌন্দর্যের জন্য পর্যটক সহ পথচলতি মানুষ এই এলাকায় দাঁড়ায়। অনেক সময় তারা প্লাস্টিক ফেলে চলে যাচ্ছে। দূষিত হয়ে পড়ছে পরিবেশ। এতে পরিবেশ ও বন্যপ্রাণীর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এদিন পর্যটক সহ পথচলতি মানুষদের প্লাস্টিক ব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়।







Post Comment