নিজস্ব প্রতিনিধি, মানবাজার: নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে বিশরি জোড়ের মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় মানবাজার ১ ব্লকের বিশরি অঞ্চলের চিরুডি গ্রামের বাসিন্দা সুবল সিং গুরুতর আহত হন। পরে মানবাজার থানার পুলিশ উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর উন্নতর চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরিত করে।

Post Comment