insta logo
Loading ...
×

ভারত কাঁপাবে পুরুলিয়ার সোনার মেয়ে, রূপোর মেয়ে

ভারত কাঁপাবে পুরুলিয়ার সোনার মেয়ে, রূপোর মেয়ে

অমরেশ দত্ত, বরাবাজার : ৬৮তম রাজ্য স্কুল তীরন্দাজিতে সোনাও পেল পুরুলিয়া। পেল রূপাও। এবার লক্ষ জাতীয় স্তরের প্রতিযোগিতা। পুরুলিয়ার মুখ উজ্জ্বল করে বরাবাজারের তিন ছাত্রী জাতীয় স্তরে খেলার ছাড়পত্র অর্জন করল।
২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যস্তরের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ঝাড়গ্রামের ঘরা-ধরা স্টেডিয়ামে। অনূর্ধ্ব ১৯ বালিকা তীরন্দাজি ইন্ডিয়ান রাউন্ডে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে বরাবাজারের লটপদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রেবতী মাঝি। তারই মতো অনুর্ধ উনিশ বালিকা রিক্যাপ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেছে বরাবাজারের ভবানীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুদীপা টুডু। পাশাপাশি বরাবাজারের শাঁখারী হাইস্কুলের ছাত্রী ছায়ারানী মাহাতো অনুর্ধ সতেরো বিভাগে চতুর্থ স্থান অধিকার করে জাতীয় স্তরে খেলার ছাড়পত্র অর্জন করে।রাজ্য স্তরে সাফল্য অর্জনের পর এবার লক্ষ্য জাতীয় স্তর। পুরুলিয়ার ওই তিন কন্যা নভেম্বর মাসে গুজরাটে অনুষ্ঠিত হতে চলা জাতীয় স্তরের তীরন্দাজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
নিজেদের জন্মভূমি পুরুলিয়াতে ফিরে স্বর্ণপদক জয়ী লটপদা স্কুলের ছাত্রী রেবতী জানিয়েছে বাড়ির অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষর বিশেষ সাহায্য এই সাফল্যের অনুপ্রেরণা। বাইরের কোন অ্যাকাডেমিতে প্রশিক্ষণ না নিলেও ভবানীপুর গ্রামের একটি মাঠে সে নিয়মিত প্রশিক্ষণ নিয়েছে।
রৌপ্য পদকজয়ী সুদীপা টুডু জানিয়েছে তার সাফল্যে বিদ্যালয় এবং পরিবারের পাশাপাশি অবদান রয়েছে বোলপুরের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশিক্ষকদের।
জেলার ছাত্রীদের সাফল্যে আনন্দিত জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক শান্তি গোপাল মাহাতো। তিনি তিনজনকেই তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Post Comment