নিজস্ব প্রতিনিধি, আড়শা : বিজয়া সম্মেলনেও হলো যোগদান পর্ব। তৃণমূলের আড়শা ব্লকের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে নির্দল পঞ্চায়েত সদস্য শাসক দলে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। আড়শা ব্লক তৃনমূল কংগ্রেসের আয়োজনে এই বিজয়া সম্মেলন হয় আড়শা কলেজে। মন্ত্রী সন্ধ্যারানি টুডু ছাড়াও ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ- সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা যুব সভাপতি মেঘদূত মাহাত, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা তৃনমূলের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাতো সহ আড়শা ব্লকের সমস্ত নেতা ও কর্মী বৃন্দ। মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল প্রকল্প সরকার নিয়েছে। সেই প্রকল্প গুলো বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে।” বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। ওই সম্মেলনের মধ্যেই পুয়াড়া অঞ্চলের খুকরামুড়া ১নং বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজবালা সহিস নির্দল থেকে তৃনমূলে যোগদান করেন।
Post Comment