insta logo
Loading ...

জালিয়ানওয়ালাবাগ স্মরণে

জালিয়ানওয়ালাবাগ স্মরণে

অমরেশ দত্ত, মানবাজার :

১৯১৯ সালের ১৩ এপ্রিল অমৃতসরের “জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড” পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কময় দিন। সেদিন কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে সমবেত জনতার ওপর জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলিবর্ষণের কারনে শহীদ হয়েছিলেন অগণিত ভারতবাসী। সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পুরুলিয়া জেলার গান্ধীবাদী শিক্ষা প্রতিষ্ঠান মাঝিহিড়া আশ্রম প্রতিবছরের মত এবছরও ৬ থেকে ১৩ এপ্রিল আয়োজন করেছে “জাতীয় সপ্তাহ” উদযাপন। সাফাই, গ্রামসাফাই, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে নানান কর্মসূচি পালিত হয় এই সাতদিন ধরে। শনিবার ষষ্ঠ দিনে তাদের নির্দিষ্ট কর্মসূচি ছিল মানবাজার ২ নং ব্লকের বারি হাসপাতাল ও মানবাজার ১ নং ব্লকের কুদা হাসপাতাল সাফাই ও রোগীদের ফল মিষ্টি বিতরণ। উভয় হাসপাতালে প্রায় দেড় শতাধিক ছাত্র ছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মী সম্মিলিত ভাবে সাফল্যের সঙ্গে কর্মসূচিটি রূপায়ণ করেন।

বারি হাসপাতালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাত, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন, মানবাজার ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাত, বারি-জাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সুশীলা সরেন প্রমুখ।

সাফাই কর্মসূচিটির উদ্বোধন করেন হংসেশ্বর মাহাত। উদ্যোক্তা ও ছাত্র ছাত্রীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে সমস্ত অতিথিরাও এই জনসেবা মূলক কাজের অংশীদার হয়ে ওঠেন। রোগীদের হাতে ফল মিষ্টির প্যাকেট দিয়ে দ্বিতীয় কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন।

Post Comment