নিজস্ব প্রতিনিধি, ঝালদা: এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে রাবন দহনের অনুষ্ঠান হলো ঝালদায়। সোমবার রাতে দ্বাদশীতে ঝালদা আনন্দবাজার সার্বজনীন দূর্গা পূজা কমিটির তরফে ঝালদা হাটতলা ময়দানে ওই রাবন দহন হয়।
মহানবমীর রাতে ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তথা প্রাক্তন উপ- পুরপ্রধান পূর্ণিমা কান্দুর মৃত্যুতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনায় ওই নীরবতা পালন হয়। ওই কমিটির সম্পাদক সোমনাথ খাঁ জানান, ” করোনাকালে ২০১৯ সালে রাবন দহন বন্ধ হয়ে যাওয়ার পর আবার চলতি বছর থেকে শুরু হলো রাবন দহন অনুষ্ঠান। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রার্থনাতেই রাবন পোড়ানো হয়। ” এই দহন পর্বে মেদিনীপুরের চোখ ধাঁধানো আতশবাজি ছিল চোখে পড়ার মতো। এদিন ভিড় ছিল ব্যাপক। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল ঝালদা থানার পুলিশ। ঝালদার রাজ পরিবারের সদস্য জয় সিং দেও রাবনে অগ্নি সংযোগ দিয়ে দহন কাজ শুরু করেন ।
এই অনুষ্ঠানে ছিলেন ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ, ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল সহ কমিটির সদস্যরা।

মৃত পূর্ণিমা কান্দুর স্মৃতিতে নীরবতা পালন করে রাবণ দহন ঝালদায়
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment