insta logo
Loading ...
×

বাঘমুন্ডিতে এক দিবসীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোরেনস্পোর্টিং চোঙাগরিয়া

বাঘমুন্ডিতে এক দিবসীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোরেনস্পোর্টিং চোঙাগরিয়া

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: ফুটবল টুর্নামেন্ট নজর কাড়লো বাঘমুন্ডির বীরগ্রাম। ১৬ দলকে নিয়ে মঙ্গলবার একদিবসীয় এই ফুটবল টুর্নামেন্টে ১-০গোলে চ্যাম্পিয়ন হয় সোরেন স্পোর্টিং চোঙাগরিয়া। রানার্স হয় চোগা এফ সি ফুটবল দল। চ্যাম্পিয়ন দলকে ২১ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সকে ট্রফির সঙ্গে দেওয়া হয় নগদ ১৫ হাজার টাকা। দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল পায় ট্রফি ও নগদ ১০ হাজার করে টাকা। এছাড়াও এই টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন পুরস্কার ছিল। এক দিবসীয় এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বীরগ্রামের মাঠে প্রত্যেকটি খেলাতেই ভিড় দেখা যায়।

Post Comment