insta logo
Loading ...
×

মানবাজার ও ঝালদায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি চিকিৎসকদের

মানবাজার ও ঝালদায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি চিকিৎসকদের

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

জেলার চিকিৎসা পরিকাঠামোকে সক্রিয় ও কার্যকর রাখার দাবিতে সরব হল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর পুরুলিয়া জেলা শাখা। বৃহস্পতিবার সংগঠনের প্রতিনিধিরা পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসের হাতে একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে মূল দাবি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে চিকিৎসা পরিষেবা চালু রাখা, এবং মানবাজার ও ঝালদা মহকুমায় পৃথক সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জেলা সম্পাদক অজিত প্রসাদ মুর্মু বলেন, “পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনই শহরের পুরোনো সদর ক্যাম্পাসেও যেন চিকিৎসা পরিষেবা পূর্ণ মাত্রায় বজায় থাকে, সেটাই আমাদের মূল দাবি।”

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থ বন্দ্যোপাধ্যায় জানান, “সদর ক্যাম্পাস থেকে একের পর এক বিভাগ স্থানান্তরিত হওয়ায় শহরবাসী কার্যত বঞ্চিত হচ্ছেন মৌলিক স্বাস্থ্য পরিষেবা থেকে। তাই পুরুলিয়ার নাগরিক স্বার্থে এই দাবি।”

উল্লেখ্য, দেবেন মাহাতো পুরুলিয়া সদর হাসপাতাল ২০১৮ সালে রূপান্তরিত হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ। পরে প্রায় ৬ কিলোমিটার দূরে হাতোয়াড়া গ্রামে নির্মিত নতুন ক্যাম্পাসে শুরু হয় ডাক্তারি পাঠদান ও হাসপাতালের কার্যক্রম। ধীরে ধীরে সদর ক্যাম্পাস থেকে একাধিক বিভাগ সেখানে স্থানান্তরিত হয়; বর্তমানে মূলত প্রসূতি ও শিশু বিভাগই সদর ক্যাম্পাসে চালু রয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস জানান,” ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর দাবিগুলি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

চিকিৎসক সমাজের মতে, জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে দুই ক্যাম্পাসে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করা গেলে শহর ও গ্রামের মানুষের চিকিৎসা পরিষেবার মান একযোগে উন্নত হবে।

Post Comment