নিজস্ব প্রতিনিধি, কাশিপুর ও ঝালদা:
পৃথক এলাকা থেকে দুটি বেআইনি
বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ। কাশিপুর ও ঝালদায় দুটি ঘটনায় বাজেয়াপ্ত ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। রবিবার রাতে কাশিপুর থানার পুলিশ টহল দেওয়ার সময় শ্যামপুর মোড় থেকে বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে। অন্যদিকে সোমবার সকালে ঝালদার তুলিন ফাঁড়ির পুলিশ শালদহ ঘাট থেকে বালি ভর্তি একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পদক্ষেপ নেয়। দু’জায়গাতেই পুলিশ দেখে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।










Post Comment