insta logo
Loading ...
×

অবৈধ চোলাই মদের ব্যবসা লাগামছাড়া, অভিযোগে অবরোধ বাঘমুন্ডিতে

অবৈধ চোলাই মদের ব্যবসা লাগামছাড়া, অভিযোগে অবরোধ বাঘমুন্ডিতে

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

চোলাই মদের বাড়বাড়ন্তে বিপর্যস্ত গ্রামীণ সমাজে নেশার আতঙ্ক। সেই আশঙ্কা থেকেই বুধবার দুপুরে বলরামপুর–ঝালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বাঘমুন্ডি থানার কড়েং মোড় সংলগ্ন এলাকার মহিলারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসা লাগামছাড়া হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম সেই নেশায় জড়িয়ে পড়ে পরিবারে অশান্তি তৈরি করছে—এমনই দাবি গ্রামবাসীদের।

অবরোধকারীদের বক্তব্য, বারবার প্রশাসনকে জানিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাঁরা। এক মহিলার কথায়, “আমাদের ছেলেরা নেশায় ডুবে যাচ্ছে। বাড়িতে প্রতিদিন গণ্ডগোল। এবার আর চুপ করে বসে থাকলে চলবে না।”

ঘটনার খবর পেয়ে বাঘমুন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Post Comment