নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
ফের বেআইনি মদের কারণে সংবাদ শিরোনামে নিতুড়িয়া। এবার লাইন হোটেলে বেআইনি মদের কারবার। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে মহেশনদী চেক পোস্টের কাছে হানা পুলিশের। ১৬ লিটার চোলাই মদ উদ্ধার। গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম দীপক মণ্ডল। তার বাড়ি চালমার গ্রামে। সোমবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতের ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment