insta logo
Loading ...
×

রাস্তায় যদি আসে বাঘ! মাধ্যমিকে জেলার ১৪ রেঞ্জে বাড়তি সতর্কতা

রাস্তায় যদি আসে বাঘ! মাধ্যমিকে জেলার ১৪ রেঞ্জে বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষার্থীরা। ঠিক সেই সময় যদি রাস্তায় এসে যদি দাঁড়ায় জিনাতের আশিক? র‍্যাপিড রেসপন্স টিম নিয়ে তৈরি বনদফতর। মাধ্যমিক পরীক্ষা ঘিরে জেলার জঙ্গল লাগোয়া ১৪টি রেঞ্জে বাড়তি সতর্কতা জারি করল বন দফতর। শুধু তো বাঘ নয়, পুরুলিয়ার জঙ্গলে লেপার্ড থেকে বুনো হাতি, বন্যপ্রাণীর অভাব নেই৷ ফলে মাধ্যমিক পরীক্ষার সময় পুরুলিয়ায় পরীক্ষার্থীদের কথা ভেবে এই বাড়তি সতর্কতা। নটি স্পেশাল স্কোয়াড জাল, খাঁচা, পটকা নিয়ে প্রস্তুত থাকবে । নজরদারিতে থাকছেন ১৫ জন রেঞ্জ আধিকারিক, ৪২ জন বিট অফিসার ও শতাধিক বনকর্মী। যাতে বাড়ি থেকে পরীক্ষার হলে পৌঁছতে কোনরকম সমস্যা না হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের,সেজন্য বন্যপ্রাণ উপদ্রুত রেঞ্জগুলিতে ২৪ টি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ জানিয়েছেন সেকথা।

সাম্প্রতিক অতীতে উত্তরবঙ্গে হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর হয়েছিল। তখন থেকে বন সংলগ্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে আগত পরীক্ষার্থীদের প্রতি নজরদারি আরও বেড়েছে।

কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ান ১, বান্দোয়ান ২, যমুনা, মানবাজার ২ ও বরাবাজার বনাঞ্চলে লাল সতর্কতা। কারণ এই রেঞ্জগুলোই জিনাতের আশিকের যাতায়াত পথ। এই বিস্তীর্ণ পথ দিয়েই তার ঝাড়গ্রামে কিংবা ঝাড়খন্ডে আসা যাওয়া।

পুরুলিয়া বনবিভাগের জয়পুর বনাঞ্চল বাদ দিয়ে সাতটা বনাঞ্চলকেই আলাদাভাবে সতর্ক করেছে পুরুলিয়া বনবিভাগ। একইভাবে কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর, পুরুলিয়া-পাড়া বনাঞ্চলকেও সতর্ক করা হয়েছে।

Post Comment