নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
গ্রাম থেকে গ্রামান্তরে মদের বিরুদ্ধে মহিলাদের লাগাতার আন্দোলন চলছেই। এরই মাঝে ঝালদা দু নং ব্লকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করল আইসিডিএস প্রকল্পের একটি বিশেষ উদ্যোগ। “নেশা মুক্ত ভারত” জাতীয় অভিযানের অংশ হিসেবে সোমবার প্রকল্পের সিডিপিও-র নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক বিস্তৃত জনসচেতনতামূলক র্যালি। প্রশাসন, শিক্ষাজগত, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে র্যালিটি রূপ নিলো এক অনন্য সামাজিক প্রয়াসের।
সকালে কোটশিলায় আইসিডিএস কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটির সূচনা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা, কিশোরী গোষ্ঠীর সদস্যারা, বিভিন্ন স্কুল–কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় মানুষ একত্রে হাতে নিলেন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার।
রাস্তাজুড়ে শোনা গেল স্লোগান— ‘নেশা নয়, সুস্থ জীবন’, ‘তামাক বর্জন করুন, পরিবার রক্ষা করুন’,’মাদকমুক্ত সমাজ গড়ি আমরা সবাই।’
নেশা সমস্যার বিরুদ্ধে লড়াই যে এখন আর কোনও একক সংগঠনের নয়—এটি এক সামগ্রিক সামাজিক দায়বদ্ধতা র্যালিটি তাই প্রমাণ করল, বলছেন আয়োজকরা। নেশা–বিরোধী সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও পরামর্শসেবা প্রচারের বিষয়েও জোর দেওয়া হয়।
র্যালি শেষে আইসিডিএস কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বক্তারা মাদকাসক্তির শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতির দিক নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের নেশামুক্ত জীবনযাপনের উপায়, মানসিক সহায়তা, পরিবার–পরামর্শ এবং কমিউনিটি–অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।










Post Comment