নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বিপন্ন কাস্তেচরা উদ্ধার। মধ্য বয়স্ক একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার হল পুরুলিয়ার বান্দোয়ান থানার গঙ্গামান্না গ্রামে। এলাকাবাসীর অনুমান শনিবার কালবৈশাখী ঝড়ে কোনো গাছ থেকে ওই পাখিটি পড়ে গিয়ে থাকতে পারে। বন দফতর জানিয়েছে ওই পাখিটির নাম আইবিস অথবা কাস্তেচরা। বন দফতর জানিয়েছে উদ্ধার করার পর পাখিটিকে বান্দোয়ান ১ নং রেঞ্জ কার্যালয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Post Comment