নিজস্ব প্রতিনিধি , বাঘমুন্ডি :
আরেক প্রেমের পাল্লায় পরে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার স্বামীর। তিন কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য হুমকি। এমনই অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঘমুন্ডি থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূ অভিযোগে জানিয়েছেন, বর্তমানে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তবে সম্প্রতি তার স্বামী অন্য নারীর প্রেমে পড়েছেন। আর এর ফলে প্রতিনিয়ত তার ও কন্যাদের উপর অত্যাচার বেড়েই চলেছে। মঙ্গলবার সকালে ওই বধূকে তার স্বামী বেদম মারধর করে বলে অভিযোগ। অভিযোগ, সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেয়। আর পথ না পেয়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে পুরুলিয়ার বাঘমুন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বধূ। গৃহবধুর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment