insta logo
Loading ...
×

বউকে লাঠিপেটা, হাজতে স্বামী

বউকে লাঠিপেটা, হাজতে স্বামী

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

স্ত্রী ও সন্তানকে মারধরের অভিযোগে গ্রেফতার স্বামী। মঙ্গলবার নির্যাতিতা বধূর অভিযোগক্রমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুরুলিয়ার টামনা থানার পুলিশ। ধৃতের নাম সুভাষ গড়াই। সে পুরুলিয়ার টামনা থানার মাঙ্গুড়িয়া গ্রামের বাসিন্দা । নির্যাতিতা বধূর অভিযোগ, রবিবার দুপুরে বিনা কারণে তার স্বামী তাকে লাঠিপেটা করে। উদ্ধার করতে এলে পার পায়নি ছেলেও। পুলিশ জানিয়েছে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment