নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
ক্যান্সারে আক্রান্ত স্বামীর মৃত্যুতে বিধবা বধূকে ডাইনি আখ্যা দিল শ্বশুর বাড়ির লোকজন। মারধর করে তাড়িয়ে দেওয়া হল শ্বশুরবাড়ি থেকে। কোলে দু বছরের সন্তান। সারা রাত বাড়ির বাইরে থাকার পর বাপের বাড়ির লোকজন ওই মহিলাকে নিয়ে যান। মঙ্গলবার ওই বধূ পুলিশকে জানিয়েছেন চলতি মাসের ১৯ তারিখ কর্কট আক্রান্ত স্বামীর মৃত্যু হলে দায়ী করা হয় তাকে। তার অভিযোগ দুদিন পরেই অর্থাৎ ২১ ফেব্রুয়ারি মধ্য রাতে শ্বশুর,শাশুড়ি ,ননদ সহ ৬ জন মিলে ডাইনি অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করে। দু বছরের কোলের সন্তান সহ ওই বধূকে ঘরের বাইরে বার করে দেওয়া হয়। বধূর অভিযোগের ভিত্তিতে শ্বশুর, শাশুড়ি সহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুরুলিয়ার পুঞ্চা থানার পুলিশ।
Post Comment