insta logo
Loading ...
×

সন্দেহ ‘রোগে’ স্ত্রীকে কুপিয়ে খুন। ধৃত স্বামী

সন্দেহ ‘রোগে’ স্ত্রীকে কুপিয়ে খুন। ধৃত স্বামী

নিজস্ব প্রতিনিধি, আদ্রা : কথায় বলে, সন্দেহ সব থেকে বড়ো রোগ। স্ত্রী পরকিয়া করছে এই সন্দেহে তাকে কুপিয়ে খুন করল স্বামী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হতবাক করা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পুরুলিয়ার আদ্রা থানার গগনাবাদ গ্রামে। মৃতা বধূ অষ্টমী বাউরির (৩২) রক্তাক্ত মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আদ্রা থানার পুলিশ। মৃতার স্বামী মানস বাউরিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মার্ডার ওয়েপন রক্তমাখা কুড়ুলটিও।
প্রায় ১২ বছর আগে তাদের বিয়ে হয়। আছে তিনটি সন্তান। পরিপূর্ণ সংসারে ঢোকে সন্দেহের বিষ। স্ত্রী গোপনে, লুকিয়ে কার সাথে কথা বলছে! মানসের এই সন্দেহ থেকেই ঝামেলা শুরু হয় । কিছুদিন আগে ওই বধূকে মারধর করে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ফের স্ত্রীকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে স্বামী। ফের ঝামেলা বাড়ে। অভিযুক্ত মানস রাগের বশে একটি কুড়ুল নিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। বধূর মাথায়,গলায় একাধিক চোটে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে সে। পুলিশ জানিয়েছে মৃতার কাকা অর্জুন বাউরি লিখিত অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment