দেবীলাল মাহাতো, আড়শা:
খুন করে নিজের স্ত্রীকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মৃতার স্বামী ধরা পড়ল পুলিশের হাতে। তাকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলার আড়শা থানার পুলিশ। ধৃতের নাম জগদীশ মাহাতো। তার বাড়ি আড়শা থানার তুম্বা ঝালদা গ্রামে। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৩ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পবিতা মাহাতো (২২) নামের ওই গৃহবধূ। পর দিন অর্থাৎ গত শুক্রবার বাড়ির কাছে একটি গাছ থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ওই ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরত হাল হয়। হয় ময়নাতদন্ত। মৃতার বাপের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার পিন্ডরাজোড়া থানার চরগই গ্রামে। বধূর বাবা ভাদরী মাহাতো জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন গত বুধবার। আড়শা থানার পুলিশ তদন্তে নামে।
পরিবার সূত্রে জানা গেছে ২০২১ সালে বিয়ে হয় পবিতার। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান আছে। মৃতার বাবার অভিযোগ, মেয়ের ওপর নিয়মিত নির্যাতন চালাত জামাই। তাঁর স্পষ্ট অভিযোগ, খুন করাত পর তার মেয়ের দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরত অভিযুক্ত। মত্ত স্ত্রীর সঙ্গে ঝামেলা করত সে। স্বামীকে মদ্যপান করতে বারণ করলেই জুটত মার। তবে সেই রাতে ওই বধূকে হত্যা করা হয়েছিল নাকি তিনি অভিমানে আত্মঘাতী হয়েছেন এই বিষয়টি পরিষ্কার হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা।
Post Comment