insta logo
Loading ...
×

স্বামী ধৃত, স্ত্রীর খোঁজে পুলিশ

স্বামী ধৃত, স্ত্রীর খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

প্রতারণার অভিযোগ দম্পতির বিরুদ্ধে। গ্রেফতার ১ ব্যক্তি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম জয়ন্ত গরাঁই। রঘুনাথপুর পুর শহরের ৫ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। অন্যদিকে তার স্ত্রী পুতুল গরাঁইয়ের খোঁজ শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার রঘুনাথপুর পুর শহরের এই ওয়ার্ডেরই বাসিন্দা চন্দনা বাদ্যকর প্রতিবেশী ওই দম্পতির বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে পুলিশকে জানান, ৭ মাস আগে তাদের ভুল বুঝিয়ে একটি গ্রুপ খোলা হয়। সেখানে বিভিন্ন মহিলাদের নথি পত্র নিয়ে লোন পাইয়ে দেওয়ার নাম করে ব্যাংক ও আর্থিক সংস্থা থেকে টাকা তুলে তারা আত্মসাৎ করে নেওয়া হয়। অভিযোগ পেয়ে জয়ন্ত গরাঁইকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর আদালতে তোলা হয়।

Post Comment