নিজস্ব প্রতিনিধি, বলরামপুর ও জয়পুর:
আবাস যোজনা হয়ে উঠেছে এলাকার জ্বলন্ত সমস্যা। যোগ্য ব্যক্তিরা বাদ পড়েছেন তালিকা থেকে। অথচ এমন অনেক ব্যক্তির নাম থেকে গেছে নিয়ম অনুযায়ী যাদের তালিকায় থাকার কথা নয়। এমন অভিযোগ সহ কয়েক দফা দাবিদাওয়া নিয়ে জেলার ব্লকে ব্লকে ডেপুটেশন দিল কংগ্রেস। আজ সোমবার বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে মোট ১০ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেন বলরামপুর ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক সুকান্ত মাহাতো, ব্লক সভাপতি নারায়ণ মাহাতো, ব্লক কংগ্রেস সম্পাদক শুভদীপ নাগ সহ অন্যান্য প্রতিনিধিরা।
ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসার পর তারা বলেন জেলা সভাপতি নেপাল মাহাতোর উদ্যোগে এই ডেপুটেশন কর্মসূচি জেলার বিভিন্ন ব্লকে চলছে। তারমধ্যে বলরামপুর ব্লকেও এই ডেপুটেশন কর্মসূচি পালিত হল। অন্যদিকে জয়পুর ব্লকেও কংগ্রেসের উদ্যোগে আজই ডেপুটেশন কর্মসূচি গৃহীত হয়। উপস্থিত ব্লক কংগ্রেস সভাপতি অনিল মাহাতো, জেলা কংগ্রেসের সম্পাদক নৃপেন মাহাতো, ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি আলোক চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রনারায়ণ মাহাতো প্রমুখ।
Post Comment