নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধুর। বুধবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার পুঞ্চা থানার বরাকোচা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অহলা কিষ্কু (২১)। বুধবার ভোরে প্রাতঃকর্ম করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই গৃহবধূ। তার পর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারে সদস্যরা চিন্তায় পড়ে যান। গৃহবধূর খোঁজ শুরু হয়ে যায় গোটা গ্রামে। বেশ কয়েক ঘন্টা পরে গ্রামের একটি ডোবার জলে ওই গৃহবধূকে ভাসতে দেখে এলাকার মানুষেরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গৃহবধুর এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
Post Comment