নিজস্ব প্রতিনিধি , মানবাজার : গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার মানবাজারে। অভিযোগের তীর গৃহবধূর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে মানবাজার থানার পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল তার স্বামী। আর তাতেই আত্মঘাতী হয়েছে ওই গৃহবধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত গৃহবধুর নাম পানি শবর (২২)। অভিযুক্ত স্বামীর নাম গুরুপদ শবর। বাড়ি মানবাজার থানার কেল্যারডি গ্রামে। গত বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় পানি শবরকে উদ্ধার করে তার শ্বশুর বাড়ির লোকজন। সেই সময় ওই গৃহবধূর মুখ থেকে ফেনা বার হতে থাকায় তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেন কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবার অভিযোগ, গত এক বছর ধরে তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেছিল জামাই গুরুপদ শবর। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় তার মেয়ে পানি শবর। শনিবার মৃতার বাবা বান্দোয়ান থানার বাসিন্দা মদন শবর জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে তারা। সোমবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

Post Comment